মদন মিত্রকে তিরস্কার ফিরহাদ হাকিমের

দল ছ্যাবলামো পছন্দ করে না। মদন মিত্র যদি দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর নামে তর্পণ করে থাকেন তবে অন্যায় করেছেন। সরাসরি এই ভাষাতেই রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রের সমালোচনা করলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সোমবার হাওড়া শরৎ সদনে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন ফিরহাদ। সেখানেই এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন তিনি।

ফিরহাদ বলেন, ‘আমি জানি না মদন মিত্র এটা করেছেন কি না। যদি করে থাকেন তবে অন্যায় করেছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সবারই দীর্ঘজীবন কামনা করি। জীবিত মানুষের নামে তো তর্পণ হয় না। ফলে এটা যদি কেউ করে থাকেন তবে অন্যায় করেছেন। তৃণমূল কংগ্রেস কখনই এইসব ছ্যাবলামো সমর্থন করে না।’

উল্লেখ্য,রবিবার মহালয়ার দিন বাবুঘাটে তর্পণ করেন মদন। বিজেপি নেতা দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর ছবিতে মালা দিয়ে বিজেপির রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে দাবি করে তর্পণ সারেন তিনি। যদিও প্রাক্তন পরিবহন মন্ত্রীর দাবি, শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষকে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *