মর্টিনের লুই আবার ফিরে এলো

এক নতুন অবতারে উপস্থিত হল ‘লুই দ্য মসকুইটো। ’বিশ্বের অন্যতম অগ্রণী পেস্ট-কন্ট্রোল ব্র্যান্ড মর্টিন তাদের পুরনো নেমেসিস ‘লুই’কে আবার ফিরিয়ে এনেছে এই নতুন অবতারে। পাঁচ বছর পর নতুন ও আরও শক্তিশালী এই ব্র্যান্ড ম্যাসকটের প্রত্যাবর্তন ঘটল।

সামান্য একটি মাছি হিসেবে মর্গ ও মর্টের সন্তান লুই প্রথম প্রকাশ্যে আসে ১৯৫৭ সালে। তার পরিচয় ছিল সে এক খারাপ, দুষ্ট, শক্তিশালী ও নোংরা মাছি। তার কাজ শুধু রোগ ছড়িয়ে বেড়ানো। ২০০৪ সালে ‘লুই দ্য ফ্লাই’-এর পরিবর্তিত রূপ ‘লুই দ্য মসকুইটো’কে মর্টিন ভারতে নিয়ে আসে। পোকামাকড় ও মশাবাহিত রোগের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা ছিল তার কাজ। অনেক অ্যানিমেটেড টিভি কমার্সিয়ালে জিওফ্রি মর্গান পাইক চিত্রিত লুই’কে হাজির হতে দেখা গেছে। বিভিন্ন কমার্সিয়ালে লুইকে শেষ দেখা গিয়েছিল ২০১৭ সালে।

২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া-মুক্ত ভারত গড়ার দিকে নজর নিবদ্ধ করেছে মর্টিন। মর্টিনের ঘোষিত অঙ্গীকার ‘ওয়ান হেলথ, ওয়ান প্ল্যানেট, ওয়ান ফিউচার’। মর্টিনের নতুন টিভি কমার্সিয়াল ‘লুই ইজ ব্যাক’ একেবারে নতুন রূপে লুইকে উপস্থাপিত করেছে, যে শুধু মর্টিন ছাড়া কাউকেই ভয় পায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *