লুম সোলারের ‘শার্ক’ সিরিজ সোলার প্যানেল

ভারতের সবথেকে সাশ্রয়ী সোলার প্যানেল ‘শার্ক সিরিজ’ লঞ্চ্‌ করল সোলার টেক স্টার্ট-আপ ও মোনো প্যানেল ক্যাটাগরির অগ্রণী সংস্থা লুম সোলার। লুম সোলারের সুপার হাই-এফিসিয়েন্সি বিশিষ্ট সিঙ্গল প্যানেলের শার্ক সিরিজের ক্যাপাসিটি ৪৪০ ওয়াট থেকে ৫৩০ ওয়াট পর্যন্ত। ভারতের সোলার ইন্ডাস্ট্রিতে এই ক্যাপাসিটি নজির সৃষ্টিকারী। লুম সোলারের শার্ক সিরিজে রয়েছে পিওর মোনো পিইআরসি সোলার টেকনোলজি, যা ১৪টি সোলার সেল, ৯টি বাস বার সম্পন্ন। ফলে এটি হয়ে উঠেছে বিশ্বের অন্যতম সর্বাধিক অ্যাডভান্সড টেকনোলজিক্যাল প্রোডাক্ট।

শার্ক সিরিজে রয়েছে দুইটি ভেরিয়েন্ট – শার্ক ৪৪০ ওয়াট মোনো পিইআরসি এবং শার্ক বাই-ফেসিয়াল ৪৪০-৫৩০ ওয়াট। চলতি টেকনোলজির তুলনায় শার্ক সিরিজের কর্মক্ষমতা ২০-৩০% বেশি। শার্ক বাই-ফেসিয়াল প্যানেল পাওয়ার জেনারেশনের জন্য উভয় পৃষ্ঠই ব্যবহার করে বলে কার্যকারিতা বৃদ্ধি পায়। লুম সোলারের শার্ক বাই-ফেসিয়াল বাড়ি বা অ্যাপার্টমেন্টের রুফটপ স্পেসের ৩৩% সাশ্রয়ে সাহায্য করে বলে সীমিত স্থানের প্রয়োজন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *