প্রকাশিত হবে যোগ্য অযোগ্যদের তালিকা, জানালেন শিক্ষামন্ত্রী

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সুপ্রিম-রায়ে চাকরি খুইয়েছেন ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী।

এই চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রায় তিন ঘণ্টা ধরে চলে সেই বৈঠক। এরপরেই জানা গেল তাঁদের পরবর্তী পদক্ষেপের কথা। বিকাশ ভবনে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, আইনি পরামর্শ নিয়েই যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। দেড়-দু’সপ্তাহের মধ্যে এটা করা যাবে বলে জানান ব্রাত্য।

অন্যদিকে প্রায় তিন ঘণ্টা ধরে চলা সেই বৈঠক শেষে চাকরিহারারা জানান, সরকারের ওপর তাঁরা ‘ভরসা’ রাখছেন। তবে আন্দোলন চলবে। এসএসসি ভবনের সামনে থেকে বিক্ষোভ অবস্থান তুলে নিচ্ছেন চাকরিহারারা। এর পরিবর্তে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান করবেন।