বেঙ্গল সাফারি পার্কে এবার সিংহ আসছে ত্রিপুরা থেকে

বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথি আসছে ত্রিপুরা থেকে। আসছে দু’টি বিশেষ প্রজাতির বাঁদর ও দুটি সিংহ।আবার এই চিড়িয়াখানা থেকেও পাঠানো হবে রয়্যাল বেঙ্গল টাইগার ও চিতাবাঘ। নতুন বছরে নতুন প্রাণীদের দেখতে পাবে দর্শকেরা।

জানা গেছে, প্রায় ৪০ হেক্টর জমিতে সিংহ রাখার জন্য উপযুক্ত বাসভূমি করা হচ্ছে। প্রাণীবিশেজ্ঞরা জানালেন, যেখানে-সেখানে সিংহ রেখে দিলে চলে না ,উপযোগী বাসভূমি তৈরি করতে হয়। সেটাই হচ্ছে বেঙ্গল সাফারির পার্কে। তৈরি হচ্ছে নাইট শেল্টারও।  তাই এবার থেকে উত্তরবঙ্গে বেড়াতে গেলে পর্যটকদের বাড়তি পাওনা হবে এই সিংহ-দর্শন।

বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ অনুযায়ী, শুধু সিংহ নয়, আরও ৫-৬ ধরনের প্রাণীও আনা হবে বেঙ্গল সাফারি পার্কে। তার সঙ্গেই বেঙ্গল সাফারির পরিকাঠামোগত উন্নয়নও করা হচ্ছে। এই ভাবে বিভিন্ন দেশ বা রাজ্য পরস্পরের মধ্যে প্রাণী-বিনিময় না করলে বিশ্বের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে। সেই দিক থেকে দেখলে এরকম উদ্যোগকে সব সময়ই স্বাগত।