হালকা বৃষ্টির সম্ভনা রাজ্যের বেশ কয়েকটি জেলায়

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে নভেম্বরের সাত তারিখ হয়ে গেল এদিকে শীতের দেখা নেই। তাপমাত্রা সেভাবে নামেনি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

যদিও বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা ও ধোঁয়াশা দেখা দিচ্ছে। তবে বেলা বাড়তেই বাড়ছে গরম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সাতদিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে।

তবে কোথাও কোথাও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায়। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টি হবে না। এদিকে আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।