শনিবার রাতে ডুয়ার্সে চলন্ত মোটরসাইকেলে চিতাবাঘের হামলায় আহত ২ জন।তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর। ঘটনাটি ঘটে ডুয়ার্সের দলগাঁও চা – বাগানের কাছে ১৭ নম্বর জাতীয় সড়কের ওপর। এই ঘটনার পর রাতের অন্ধকারে বনাঞ্চলের ভিতর দিয়ে যাতায়াতের সময় সাধারণ মানুষ জনকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে বনদফতর।
আহত সজল বর্মন জানিয়েছেন, শনিবার রাতে তিনি ভাইপো তাপস বর্মনের সঙ্গে মোটরসাইকেলে করে দলগাঁওবস্তিতে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি চিতাবাঘ রাস্তার পাশের ঝোপ থেকে বেরিয়ে চলন্ত মোটরসাইকেলে হামলা করে। এবং মোটরসাইকেলে থাকা ২ জনই পড়ে গীয়ে আহত হই। তবে তাপসের আঘাত বেশি গুরুতর। এর পর চিতাবাঘটি জঙ্গলের ভিতরে পালিয়ে যায়।
তবে বনদফতরের তরফে জানানো হয়েছে যে, ডুয়ার্সের জঙ্গলে চিতাবাঘের হামলার ঝুঁকি সব সময়ই থাকে। বিশেষ করে রাতের দিকে যারা জঙ্গলের ভিতর দিয়ে যাতায়াত করেন তাঁদের এব্যাপারে বেশি সতর্ক থাকা উচিত। আহত যুবকের চিকিৎসার ব্যবস্থা করেছে বন দফতর।