ফাঁস হল চাঞ্চল্যকর তথ্য

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সন্দীপের বিরুদ্ধে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ।

সম্প্রতি আদালতে দেওয়া সিবিআইয়ের ‘রিমান্ড লেটার’ কপি নিয়ে উঠে এসেছে মারাত্মক তথ্য। অভিযোগ, নির্যাতিতার পরিবারের তরফ থেকে একাধিকবার অনুরোধ করা হলেও নিহত চিকিৎসককে দেখতে দেওয়া হয়নি। এর পাশাপাশি, ইচ্ছাকৃতভাবে মৃতার পরিবারকে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার অভিযোগও উঠেছে তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে।

আগেই জানা গিয়েছিল, মৃতার পরিবারকে ফোন করে প্রথমে ‘আত্মহত্যা’র কথা বলা হয়েছিল। অভিযোগ, সন্দীপের নির্দেশেই অ্যাসিস্ট্যান্ট সুপার একথা বলেছিলেন! ‘রিমান্ড লেটারে’ সিবিআইয়ের দাবি, মূলত প্রমাণ লোপাটের জন্যই একাজ করা হয়েছিল।