জটিল হচ্ছে লালুর অবস্থা

আবার একবার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন তিনি। ফের গুরুতর অসুস্থ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালু প্রসাদ যাদব। জানা যাচ্ছে সম্প্রতি গুরুতর চোট পেয়েছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। জানা যাচ্ছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের কান্ডারী লালু প্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি।

দিল্লির এইমস হাসপাতাল সূত্রে খবর এই মুহূর্তে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন আংশিক কোমায়। প্রসঙ্গত শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে বুধবার বিকেলেই লালুকে পাটনার একটি হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে আসা হয়।

আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। একই সঙ্গে জানা যাচ্ছে ইতিমধ্যেই লালু প্রসাদের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

উল্লেখ্য চলতি সপ্তাহের প্রথম দিকে নিজের বাসভবনেই সিঁড়ি থেকে পড়ে যান বর্ষিয়ান এই রাজনীতিবিদ এবং তার জেরে তার কাঁধ এবং পিঠে গুরুতর চোট লাগে। বুধবার সকালেই জানা গিয়েছিল সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে লালু প্রসাদের কাঁধের একটি হাড় ভেঙেছে এবং তাঁর পিঠে গুরুতর চোট লেগেছে।

তাঁকে আরও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য পাটনা থেকে এদিন বিকেলেই এইমসের হাসপাতালে নিয়ে আসা হয়। এদিন লালু প্রসাদের সঙ্গে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দেখাও করেন বলে জানা যায়। কিন্তু বৃহস্পতিবার থেকেই ফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে লালুর।

অন্যদিকে, এদিন লালুপ্রসাদের পুত্র তেজস্বী যাদব বলেন, ‘এইমসের চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার বিষয়টি জানেন। তাঁর মেডিক্যাল হিস্ট্রি সম্পর্কেও চিকিৎসকরা ওয়াকিবহাল। তাই তাঁকে এখানে নিয়ে আসা হয়েছে।’ একইসঙ্গে লালুপ্রসাদের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়িদেবী বলেন, ‘উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আমরা তাঁর জন্য সকলেই প্রার্থনা করছি। উনি দ্রুতই বাড়ি ফিরে আসবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *