নেপালের ভারত রাজ পাউদ্যালের আমন্ত্রণে পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সোমবার দু’দিনের সরকারি সফরে নেপালে গিয়েছেন। এই সফরে তিনি নেপালের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সাথে দুই দেশের মধ্যে বহুমুখী সহযোগিতার পুরো বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
উল্লেখ্য, ‘নেবারহুড ফার্স্ট’ নীতিকে সামনে রেখে পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার এই সফর আয়োজন করা হয়েছে। যার উদ্দেশ্য হল, দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চ-পর্যায়ের আদান-প্রদানের ঐতিহ্য এবং নেপালের সঙ্গে ভারতের সম্পর্ককে অগ্রাধিকার দেওয়া। নেপালে ভারতীয় দূতাবাস টুইট করে জানিয়েছে, ভারত-নেপালের অংশীদারিত্ব পর্যালোচনার মাধ্যমে নেপালের পররাষ্ট্র সচিবের সাথে প্রথম দফা বৈঠক শেষ হয়েছে।
এই সফরে এফএস কোয়াত্রা নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা এবং সিপিএন-ইউএমএল সহ শীর্ষ রাজনৈতিক নেতাদের সাথে বিভিন্ন অফিসিয়াল বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন।