বিগত কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ।
দীর্ঘদিন ধরে জেলেই রয়েছেন কুন্তল। একাধিকবার জামিনের আর্জি জানিয়েও হয়নি সুরাহা। এর মধ্যে এবার ইডি সূত্রের দাবি, তল্লাশি চালিয়ে কুন্তলের বাড়ি থেকে নিয়োগ দুর্নীতির একাধিক তথ্য মিলেছিল। পাওয়া গিয়েছিল রেজিস্টারও। আর তাতেই নাম ছিল রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার।
এদিকে চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিয়েছে ইডি। মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই তল্লাশি চলছে মন্ত্রীর নিচুপট্টির বাড়িতে। যদিও ইডি হানার বিষয়ে মন্ত্রীর বলেন, ‘না জেনে কোনও মন্তব্য করব না’।