কুন্তলের অভিযোগ মিথ্যে, দাবি সিবিআই-এর তরফে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সত্যিই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে জেলবন্দি কুন্তলকে চাপ দিয়েছিল ইডি?

এবার আদালতে সবটা খোলসা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সিবিআই জানায়, কুন্তল ঘোষকে কেউ চাপ দিচ্ছেন এমন কোনও প্রমাণ মেলেনি। এমনকী জেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও কোনও সূত্র পাননি তারা।

আদালতে তদন্তকারীরা জানায়, অভিষেকের নাম বলতে তাকে চাপ দেওয়া হচ্ছে এই অভিযোগ তা একেবারেই ভিত্তিহীন। কুন্তলের অভিযোগের ভিত্তিতে আদালত সিবিআইকে জেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে বলেছিল। এর পর ফুটেজ খতিয়ে দেখে সিবিআই জানাল কোনও চাপ দেওয়ার ঘটনা দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *