পহেলগাঁও ঘটনার নিন্দায় সরব হয়েছিলেন বলিউডের বেশ কয়েক জন তারকা। ঘটনার ১৫ দিন পরে পাকিস্তানি জঙ্গি ঘাঁটির উপর প্রত্যাঘাত হানে ভারতীয় সেনা। সেই ঘটনার জয়জয়কার করে কয়েক জন সমাজমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া ভাগ করে নেন। কিন্তু ভারত ও পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে চুপ ছিলেন বেশির ভাগ তারকা। অবশেষে ভারত-পাক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কুণাল খেমু।
কুণাল লেখেন, “ক্রমশ সব কিছু স্বাভাবিকের দিকে এগোচ্ছে। কিন্তু আমরা সকলে পরিবার হিসেবে বা দেশ হিসেবে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। অতীতেও এমন কঠিন সময় আমরা পার করেছি। আমি নিশ্চিত, ভবিষ্যতেও করব। ‘আমরা’ বলছি, কারণ এই ঘটনা আমাদের হয়তো সরাসরি আঘাত করেনি। কিন্তু আমরা প্রত্যেকেই আহত হয়েছি। যে যার নিজের মতো করে সামলে উঠেছি।”
পহেলগাঁও কাণ্ড ও পরে ভারত-পাক সীমান্তে মানুষের মৃত্যু কোনও ভাবেই ভোলা যাবে না বলে দাবি কুণালের। তিনি লিখেছেন, “এই আতঙ্ক কোনও দিন যাবে না। সন্ত্রাসের যেন কোনও জায়গা না থাকে এই পৃথিবীতে।” অপারেশন সিঁদুরের প্রশংসা করে অভিনেতা লেখেন, “ভারতের নাগরিক হিসেবে আমি গর্বিত।”
এই মন্তব্য করার পরেও কুণালের দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। নিন্দকেরা প্রশ্ন তুলেছেন, কেন কঠিন সময়ে মুখে কুলুপ এঁটে ছিলেন তিনি? একজন খোঁচা দিয়ে লিখেছেন, “অনেকটা দেরি করে ফেলেছেন আপনি।” আর একজন ব্যঙ্গ করে লিখেছেন, “আসলে মুম্বইয়ে খবর পৌঁছতে অনেকটা সময় লাগে। তাই এত দিন পরে প্রতিক্রিয়া দিয়েছেন ইনি।”