ইডির আধিকারিককে সশরীরে হাজিরের নির্দেশ কলকাতা পুলিশের

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি থেকেই উঠে এসেছে “কালীঘাটের কাকু” সুজয়কৃষ্ণর ভদ্র লিপস অ্যান্ড বাউন্ডসের নাম।

তল্লাশির সময় অফিসে উপস্থিত ছিলেন ওই সংস্থার কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়। চন্দন ইডি-র গোয়েন্দাদের বিরুদ্ধে সংস্থার একটি কম্পিউটারে ১৬টি ফাইল অচেনা ডাউনলোডের অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের কাছে। এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ।

চিঠি দিয়ে ইডি পুলিশকে জানায়, তাদের মধ্যেই এক আধিকারিক ওই কম্পিউটারে মেয়ের জন্য হস্টেলের খোঁজ নিচ্ছিলেন, সে সময়ই কোনও কারণ বশত ওই এক্সেল ফাইলগুলো ডাউনলোড হয়েছে। এই উত্তরে সন্তুষ্ট নয় কলকাতা পুলিশ। ইডি-র আধিকারিককে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলে লালবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *