ভাড়ারে টান পড়ছে কলকাতা পুরসভার

কাজ করোও মিলছে না টাকা। গত আড়াই মাস ধরে কাজ করেও মজুরি পাচ্ছেন না একশো দিনের কর্মীরা। যদিও উৎসব বা জাঁক-জমক অনুষ্ঠানের পিছনে কোটি-কোটি টাকা ব্যায় করছে কলকাতা পুরনিগম। তাই প্রশ্ন উঠছে তাহলে মজুরির টাকা দিতে গিয়ে কেন ভাঁড়াড়ে টান পড়ছে কলকাতা পুরসভার?

এই বিষয়ে এবার বিরোধীদের একের পর এক প্রশ্নের মুখে পড়ছে কলকাতা পুরনিগম। যদিও ইতিমধ্যেই দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে। বর্তমানে কলকাতা পুরনিগমে প্রায় সাড়ে চোদ্দ হাজার ১০০ দিনের কর্মী রয়েছেন। জানা যাচ্ছে, তাঁদের পিছনে মজুরি বাবদ মাসে প্রায় আট থেকে নয় কোটি টাকা ব্যয় হয় পুরসভায়।

অভিযোগ, বিগত আড়াই মাসের বেশি সময় ধরে কাজ করেও বেতন পাচ্ছেন না একশো দিনের এই কর্মীরা। এইভাবে আচমকা হাতে টাকা আসা বন্ধ হয়ে যাওয়ায় মহা বিপদে পড়েছেন ওই কর্মীরা। কারণ, মাস গেলে এতদিন তাঁদের হাতে অন্তত ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা আসত। কিন্তু, এখন সেই সামান্য টাকাও তাঁরা পাচ্ছেন না।