সকাল থেকেই কুয়াশায় ঢাকলো কলকাতা

নতুন বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। দেশের মধ্যে বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় চলছে শৈত্যপ্রবাহ। কিন্তু স্থায়ী হয়নি বেশিদিন, মাঘ পড়তেই শীত এক প্রকার ‘ভ্যানিশ’৷ মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে শহর কলকাতা৷ কুয়াশার জেরে দৃশ্যমানতে কমে গিয়েছে৷ ঘন কুয়াশার জেরে যান চলাচলে সমস্যা হচ্ছে৷ দুর্ঘটনা এড়াতে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করছে কলকাতা ট্রাফিক পুলিশ।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণেই এই কুয়াশা বলে জানাচ্ছে হাওয়া অফিস। আর কুয়াশার জন্য বেড়েছে তাপমাত্রাও। শীতের আমেজ উধাও হয়েছে মহানগর থেকে। আগামী পাঁচ থেকে সাতদিনের মধ্যে তাপমাত্রা আরও বেড়ে যাবে জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সপ্তাহভর শুষ্ক আবহাওয়া থাকবে। শীতের আমেজ প্রায় সম্পূর্ণই উধাও হয়ে যাবে সরস্বতী পজোর দিন। এই বছর কার্যত উষ্ণতম সরস্বতী পুজো কাটাবে শহর কলকাতা৷

মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী দুই থেকে তিনদিন উত্তরের জেলাগুলিতে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। পরের দু’তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের উপর দিয়ে বইবার সময় দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় এবং সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *