কেভিন পিটারসনের ছেলে ডিলানকে সই করা জার্সি উপহার দিলেন কোহলি। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের ছেলেকে উপহার পাঠালেন বিরাট কোহলি। ভারত-ইংল্যান্ড সিরিজ়ে ধারাভাষ্যকার হিসাবে এসেছিলেন কেভিন পিটারসেন। ডিলান হলেন চিত্রগ্রাহক। বন্য জন্তুর ছবি তুলতে ভালবাসেন তিনি। তবে ক্রিকেটেও তাঁর আগ্রহ রয়েছে।
বিরাট হলেন তাঁর অন্যতম পছন্দের ক্রিকেটার। তাই তাঁর থেকে পাওয়া জার্সি পেয়েই তা পরে ছবি তুলেছেন ডিলান। জার্সিটি একদম সঠিক ভাবে ফিট হয়েছে তাঁর। পিটারসেন সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন কোহলিকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলেননি কোহলি। দ্বিতীয় ম্যাচে খেললেও রান পাননি। তৃতীয় ম্যাচে অহমদাবাদে ৩২ রান করেন কোহলি। প্রথম ম্যাচ ছিল নাগপুরে। হাঁটুর চোটের কারণে নাগপুরে খেলতে পারেননি তিনি। সেই ম্যাচটি শেষে তাঁকে এবং পিটারসেনকে বেশ কিছু ক্ষণ আড্ডা দিতে দেখা যায়।