‘কিয়া কারেন্স’ – ভারতে অনুষ্ঠিত এক ওয়ার্ল্ড প্রিমিয়ারের মধ্য দিয়ে কিয়া কর্পোরেশন লঞ্চ করল এই রিক্রিয়েশনাল ভেহিকেল (আরভি), যা হল কিয়ার আরেকটি মেড-ইন-ইন্ডিয়া গ্লোবাল প্রোডাক্ট। পারিবারিক যাতায়াতের কাজে ব্যবহারের পাশাপাশি এসইউভি’র মতো ‘স্পোর্টিনেস’ দেবে ‘কিয়া কারেন্স’।
ভারতে কিয়া কারেন্স পাওয়া যাবে ২০২২ সালের প্রথম ত্রৈমাসিক থেকে।আধুনিক ভারতীয় পরিবারের কথা মাথায় রেখে কিয়া কারেন্স নির্মিত হয়েছে। এটি হল ‘লংগেস্ট হুইলবেস’-বিশিষ্ট এক আরামদায়ক ও প্রশস্ত থ্রী-সিটার গাড়ি। এই গাড়িতে আছে ভারতে প্রথম ‘হাই-সিকিয়োর সেফটি প্যাকেজ’, যার অন্তর্ভুক্ত হয়েছে ছয়টি এয়ারব্যাগ।
এর ফলে এটি ভারতের ‘সেফেস্ট ভেহিকেল’গুলির অন্যতম হয়ে উঠেছে। সর্বোপরি, কিয়া কারেন্স হল একটি ‘কানেক্টেড কার’ যার সঙ্গে আছে ইন্ডাস্ট্রিতে নতুন বেঞ্চমার্ক সৃষ্টিকারী ‘ক্লাস-লিডিং ফিচার্স’।