হাসপাতালে সাহায্য দেবে কেএফসি

কেএফসি ইন্ডিয়া তাদের টিম মেম্বার ও সমাজের সাহায্যের লক্ষ্য নিয়ে এগিয়ে এসেছে। বর্তমান কোভিড ঢেউ রুখতে ‘কেএফসি কেয়ার’ ক্যাম্পেনের মাধ্যমে কেএফসি নানারকম উদ্যোগ গ্রহণ করেছে। ‘ইয়াম! ফাউন্ডেশন’-এর সহযোগিতায় কেএফসি কেয়ার বিভিন্ন হাসপাতালে মেডিক্যাল সাপ্লাই ও অত্যাবশ্যক সামগ্রী প্রদান করবে। অভাবী পরিবারগুলির জন্য ‘ফুড রিলিফ কিট’ ও ‘হোম কেয়ার কোভিড কিট’ দেওয়া হবে। দেশের ৪৮০টিরও বেশি কেএফসি রেস্টুর‍্যান্টে কর্মরত নিজেদের টিম মেম্বারদের সুরক্ষা ও সুস্থতার জন্য কেএফসি ভ্যাক্সিনেশন অভিযান চালিয়ে যাবে।

কোভিড চিকিৎসার জন্য ৫০টি পাবলিক ও চ্যারিটেবল হসপিটালকে ‘মেডিক্যাল ইকুপমেন্টস’ দেওয়া হবে। টিম মেম্বার ও গ্রাহকদের সুস্থতা ও সুরক্ষার জন্য ১০,০০০ টিম মেম্বারকে ভ্যাক্সিন দেওয়ার ব্যয় বহন করবে। এছাড়া, রেসপন্সনেট ও স্মাইল ফাউন্ডেশনের সহযোগিতায় ‘কেএফসি কেয়ার’ দেশের ‘মাইগ্র্যান্ট ওয়ার্কার’ ও ‘ডেইলি ওয়েজ ওয়ার্কার’দের পরিবারগুলিকে সহায়তা জোগাবে এবং রোগাক্রান্তদের জন্য তাদের ‘হোম কেয়ার কোভিড কিট’ দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *