জেল থেকে মুক্তি পেলো কেষ্ট

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই অবশেষে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় ১০ লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে। সম্প্রতি সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত ওরফে কেষ্ট। আর এবার ইডির মামলাতেও মুক্তি। এতদিন তিহাড়েই ছিলেন তৃণমূলের কেষ্ট।

২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। তবে এবার ফিরবেন বাংলায়। আদালতের নির্দেশ, এই সংক্রান্ত মামলার শুনানির সময় তাকে হাজির থাকতে হবে। তিনি কখনো বিদেশ গেলে তার নিম্ন আদালতের অনুমতি প্রয়োজন। তা ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না।