নিত্য যাত্রীদের কথা মাথায় রেখে নয়া সিদ্ধান্ত সরকারের

চলতি মাসে বেশ কিছুদিন অনবরত বদলেছে রাজ্যের আবহায়া, এই পরিস্থিতিতে কলকাতায় চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আর এই তীব্র গরমে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে আমজনতাকে। কাঠফাটা গরমের মধ্যেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াতের জন্য ভরসা রাখতে হচ্ছে গণপরিবহনের উপর।

এদিকে, শহরের রাজপথে সরকারি এসি বাসের সংখ্যা কমতে থাকায় সকলেই যে অফিস টাইমে এসি বাস ধরতে পারছেন এমনটাও নয়। এই পরিস্থিতিতে আমজনতার স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে রাজ্য সরকারের পক্ষ থেকে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে ডিপোতেই অকেজো হয়ে পড়ে রয়েছে বহু এসি বাস। বেশ কয়েকদিন আগেই এসি বাস মেরামতির জন্য নবান্নের কাছে টাকা চাওয়া হয়েছিল।

এবার পরিবহণ দফতর সূত্রে খবর, এসি বাসের মেরামতির জন্য কয়েক কোটি টাকার তহবিল মঞ্জুর করেছে নবান্ন। সেই টাকা দিয়ে ১০০টি বাসের মেরামতির সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। নিত্য যাত্রীদের সমস্যা অনেকটা মিটবে এমনই আশা জাগছে কলকাতাবাসীর মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *