রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে নয়া পদক্ষেপ সরকারের তরফে

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।

ভুয়ো রেশন কার্ড রুখতে নয়া পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য দফতর। এবার থেকে নয়া রেশন কার্ডের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটি নথি বাধ্যতামূলক করা হয়েছে। এবার থেকে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে গেলে আধার কার্ডের জেরক্স জমা করতে হবে।

নয়া রেশন কার্ডের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। যদিও কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে। ১-৫ বছরের শিশুদের রেশন কার্ডে আবেদনের ক্ষেত্রে আধার নম্বর বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে ওই শিশুর জন্মের শংসাপত্র দরকার হবে। তবে ৫ বছরের বেশি হয়ে গেলেই শিশুর আধার কার্ড আপডেট করাতে হবে।