বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র এবং সদ্য গ্রেফতার হওয়া পার্থ ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে তাকে জেরা করতে চায় কেন্দ্রীয় এজেন্সি।
শান্তনুকে আদালতে নিয়ে আসে সিবিআই। উল্লেখ্য, গতকালই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ‘ঘনিষ্ঠ’ সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। এদিকে, ফের অসুস্থ হয়ে পড়েছেন নিয়োগ দুর্নীতির কালীঘাটের কাকু। গত বছর ৩০ মে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছিল ইডি।
মাঝে শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘ সময় হাসপাতালের কেটেছে কাকুর। এরপর জেলেই ছিলেন তিনি। এরই মধ্যে সুজয়কৃষ্ণকে হেফাজতে নিয়ে তদন্ত করতে চায় সিবিআই। আপাতত রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ।