বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি থাকার পর সম্প্রতি ইডির মামলায় জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।
তবে তাতেও কপাল খুললো না। নিম্ন আদালত তাকে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে। তারপর শনিবার ও রবিবার দু’দিন জেলেই রয়েছেন সুজয়কৃষ্ণ। সোমবার তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক। শোনা যাচ্ছে সেখানে সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশকে ঢাল করেই এগোতে চাইছেন সুজয়কৃষ্ণের আইনজীবীরা।
এর আগে চারবার ‘কাকু’কে ‘শোন অ্যারেস্ট’ করতে চেয়ে নিম্ন আদালতে গিয়েছে সিবিআই। গ্রেফতারির আশঙ্কায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তিনি। সেই শুনানি চলছে হাইকোর্টে।