বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা, ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হল না কলকাতা হাই কোর্টে।
বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলাটি তালিকাভুক্ত ছিল। ব্যক্তিগত কারণ দেখিয়ে এদিন টেট মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি সৌমেন সেন। মামলাটি হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দিয়েছেন জাস্টিস সেন। বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ানোয় মামলাটি আর সংশ্লিষ্ট ডিভিশনের বেঞ্চের বিচারাধীন রইল না। এরপর প্রধান বিচারপতি নতুন কোনো বেঞ্চে মামলা পাঠাবেন। প্রসঙ্গত, ২০১৬ সালে ৩২ হাজার শিক্ষকের নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে।