সম্প্রতি সমাপ্ত বন মহোৎসব সপ্তাহে জেএসডব্লিউ সিমেন্ট ৭০০টি নতুন চারা রোপণ করেছে। পাশাপাশি সংস্থাটি গত দুই বছরে রোপণ করেছে ২৬০০০০ টিরও বেশি চারা।
ভারতের শীর্ষ স্থানাধিকারী সিমেন্ট উৎপাদকের অনয়তম জেএসডব্লিউ সিমেন্ট কোম্পানি কার্বন তৈরী আটকাতে আর পরিবেশে ভারসাম্য আনার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। জেএসডব্লিউর গ্রিন সিমেন্টের (পিএসসি) নির্মাণ প্রক্রিয়া ক্ষতিকর গ্যাসের নির্গমণ ৬০ শতাংশের বেশি হ্রাস করে। ভারতে গ্রিন সিমেন্টের পথিকৃৎ জিএসডব্লিউ সিমেন্ট পরিবর্তনশীল সময় ও চাহিদা পূরণ করা কর্পোরেট দায়িত্ববোধের এক প্রকৃষ্ট উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।