সঙ্গীতশিল্পী জোজো মুখার্জী ছুটি কাটাতে পাহাড়ে গিয়েছেন । সেখান থেকেই বুধবার সকালে বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েও বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় নিজেদের কিছু ছবি পোস্ট করায় বিতর্কের মুখে পড়েন জোজো।
জোজোর পোস্ট করা ছবির লোকেশন ট্যাগে দেখা যায় যে তিনি রিশপে বেড়াতে গিয়েছেন। কিন্তু রিশপের পাশেই লেখা, ‘গোর্খাল্যান্ড, ইন্ডিয়া’। এই লোকেশন ট্যাগ দেখেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘এই গোর্খাল্যান্ড টা ঠিক কোথায়? কবে হলো? বাংলায় গোর্খাল্যান্ড কবে হলো?’,’বাংলায় গোর্খাল্যান্ড কোথায়?’ অন্য এক নেটিজেন লেখেন যে,’একটু চোখ কান খোলা রাখুন’।
এই বিতর্ক প্রসঙ্গে জোজো জি ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান, ‘ইচ্ছে করে কিছু করিনি। ফেসবুকের লোকেশন ট্যাগে রিশপ লিখতে নিজে নিজেই ঐ ট্যাগ নিয়ে নেয়। গুগলের উপর আমার কিছু করার নেই। একেবারেই অনিচ্ছাবশত ভুল। আমি কোনও বিতর্ক তৈরি করতে চাই না।’ পাহাড়ে যেখানে তিনি রয়েছেন সেখানে নেটওয়ার্কের সমস্যার কারণে বেশি কথা বলতে পারেননি সঙ্গীতশিল্পী। এরপর ঐ ছবি থেকে লোকেশন ট্যাগ তুলে দেন জোজো।