ঘোমটা মাথায় জাহ্নবী! কানের লাল গালিচায় হেঁটে মেয়ে মনে করিয়ে দিলেন মায়ের কথা

কান চলচ্চিত্রোৎসবে এ বছর রমরমা এক ঝাঁক ভারতীয় তারকার। সত্যজিতের অভিনেত্রী সিমি গারেওয়াল, শর্মিলা ঠাকুর, উর্বশী রাউটেলা সহ দেখা মিলেছে অনেকের। এ বার সদলবলে হাজির হলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। ২০ মে সন্ধ্যায় নিজের ছবি ‘হোমবাউন্ড’-এর সহ-অভিনেতা ইশান খট্টর, বিশাল জেঠওয়াকে পাশে নিয়ে লাল গালিচায় দেখা দিলেন তিনি। সঙ্গে ছিলেন এ ছবির পরিচালক নীরজ ঘায়ওয়ান এবং প্রযোজক করণ জোহরও।

এ দিন জাহ্নবীর পরনে ছিল তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাক। ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য। গলায় মুক্তোমালা। কিন্তু তাঁর সাজের সব থেকে আকর্ষণীয় বিষয়টি ছিল ঘোমটায়। ঘাগড়া ও করসেটের মতো পোশাক পেঁচিয়ে ছিল একটি ওড়না। তারই মাঝের অংশ ঘাড়ের কাছে করা খোঁপা ঘিরে ছিল ঘোমটা— ঠিক যেন একেবারে ভারতীয় বধূ।

ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে আলোচনা— প্রথম থেকেই নজর কেড়েছে জাহ্নবীর উজ্জ্বল গোলাপি পোশাক। ফরাসি বিকেলের ম্লান আলো যেন তাঁর মুখের আদলে ঢেলে দিয়েছিল শ্রীদেবীর ছায়া। আসলে প্রথম বার লাল গালিচায় হেঁটে জাহ্নবী মনে করিয়ে দিলেন শ্রীদেবীকে। হয়তো মায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন সাজ।

জাহ্নবীর ছবি ইনস্টাগ্রামে প্রকাশ হতেই অনুরাগীরা মুগ্ধ। তাঁদের মধ্যেই অনেকে মেয়ের সঙ্গে মায়ের মিল খুঁজে পান। কেউ লেখেন, “কানের লাল গালিচায় জাহ্নবী যেন তাঁর মা শ্রীদেবীকেই উপস্থাপন করছেন।” কেউ লিখেছে, “শ্রীদেবীর কথা মনে পড়ছে।”

এই মুহূর্তে ‘হোমবাউন্ড’ ছবির কাজেই ব্যস্ত জাহ্নবী। এ ছবিতে ফুটে উঠবে উত্তর-পূর্ব ভারতের এক গ্রামের কাহিনি। এ ছবিটি কান চলচ্চিত্রোৎসবের ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রদর্শিত হচ্ছে। প্রযোজক হিসাবে যোগ দিয়েছেন মার্টিন স্কোরসেজি।