অমৃত ভারত  প্রকল্পের কাজ শুরু করতে আর্থ মুভার নামিয়ে খালি করা হল জলপাইগুড়ি টাউন স্টেশন

ব্যবসায়ীরা সরে যেতেই যুদ্ধকালীন তৎপরতায় জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত  প্রকল্পের কাজ শুরু করলো রেল, দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে স্টেশন বাজার, আসা ব্যাবসায়ী দের। মঙ্গলবার সকাল থেকেই রেল কর্তৃপক্ষ আর্থ মুভার নামিয়ে ব্যাবসায়ীদের খালি করা স্থানে জলপাইগুড়ি টাউন স্টেশনে চলা অমৃত ভারত প্রকল্পের কাজে গতি বাড়ালো।

এদিন সকাল থেকেই দীর্ঘ কয়েক দশক ধরে টাউন স্টেশন সংলগ্ন জায়গায় ব্যাবসা করে আসা ব্যবসায়ীরা পূর্বের স্থান পরিবর্তন করে পাশেই রেলের পুকুর পাড়ে নিজেদের ব্যাবসা শুরু করেছে। ক্রেতা দের কাছেও বড় পরিসরে বাজার বসায় যেমন সুবিধে হচ্ছে,এর পাশাপাশি কিছুটা সরে এসে নতুন স্থানে দোকান সাজিয়ে নতুন উদ্যমে ব্যাবসা করছে শাকসবজি থেকে মাছ,মাংস বিক্রেতারা। বর্তমান অবস্থা প্রসঙ্গে টাউন স্টেশন ব্যাবসায়ী সমিতির অন্যতম সদস্য জয়ন্ত কর জানান, নতুন নয় আমরা রেলের ফাঁকা জায়গায় সরে এসেছি,কারন আমরাও চাই উন্নতি হোক জলপাইগুড়ির উন্নতি হোক জলপাইগুড়ি টাউন স্টেশনের।