রক্তশূন্য জলপাইগুড়ি জেলা ব্লাড ব্যাংক, কালোবাজারীর অভিযোগ

রক্তশূন্যতায় ভুগছে জলপাইগুড়ি জেলা ব্লাড ব্যাংক। রোগীর অপারেশনের আগের দিন ব্লাড ব্যাংকে রাত জেগে কাটালেও পাচ্ছেননা রক্ত। রক্তের অভাবে অনেক রোগী অপারেশনের করতে পারছে না। চরম ভোগান্তির স্বীকার রোগীরা। ব্লাড ব্যাংকে রক্ত না থাকায় দালাল চক্রের খপ্পরে পড়ছে সাধারণ মানুষ। এমনটাই অভিযোগ এক স্বেচ্ছাসেবী সংস্থার।

অভিযোগ, মাঝেমধ্যেই রক্ত শূন্য হয়ে পড়েছে জলপাইগুড়ি জেলা তথা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড। রক্ত নিতে এসে হয়রানির শিকার হতে হচ্ছে।

গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস বলেন, ” রক্ত নিয়ে কালোবাজারী চলছে। কোনও হেলদোল নেই স্বাস্থ্য কর্তাদের। তার আরও অভিযোগ, রক্ত সংগ্রহ করার জন্য বিভিনি ক্লাব থেকে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, প্রতিষ্ঠানদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে ব্লাড ব্যাংক কর্মীরা। রক্তদান শিবির আয়োজকদের টিফিন সহ আয়োজনের টাকা ঠিকমতো দিচ্ছে না। ব্লাড ব্যাংক থেকে বেড সহ অন্যান্য জিনিসপত্র ব্লাড ব্যাংক নিয়ে যায় না রক্তদান শিবিরে৷ যার ফলে রক্ত দান শিবিরে আগ্রহ হারাচ্ছে অনেকে। পাশাপাশি রক্তদান নিয়ে কোন সচেতনতার প্রচারও করা হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *