ইসলামপুর মহকুমা শ্রম দপ্তরে একাধিক ফাইল চুরির ঘটনার পর দপ্তরে অগ্নিসংযোগের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। সম্ভবত ফাইল চুরির ঘটনাকে ধামাচাপা দিতে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। বুধবার সকালে ইসলামপুর মহকুমা শ্রম দপ্তরে এসে এমনি চিত্র ধরা পরল আধিকারিকদের চোখে।
জানা গিয়েছে ইসলামপুর শহরের নিউটন এলাকায় রাতে অন্ধকারের ইসলামপুর শ্রম দপ্তরে জানালা ভেঙে দুঃসাহসিক চুরির পর অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার সকালে দপ্তরে আধিকারিকরা আসলে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা সামনে আসে। খবর দেওয়া হয় ইসলামপুর পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। শ্রম দপ্তরের আধিকারিক যতীনময় বিশ্বাস জানিয়েছেন, দপ্তরের একাধিক ফাইল ও অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। তবে কিভাবে আগুন লাগলো তা ঠিক বোঝা যাচ্ছে না। যদিও ইনভাইটার চুরির করার সময় শর্টসার্কিট হয়ে আগুন লাগতে পারে বলে অনুমান ইসলামপুর দমকল বাহিনীর।