ইস্টবেঙ্গল মোহনবাগানের রেষারেষি, টানটান আকচা-আকচি নিয়ে গল্পের শেষ নেই বটতলায়। সোশ্যাল নেটওয়ার্কেও দুই ক্লাবের সমর্থকদের টক্কর চলতেই থাকে। তবে এই সময়টা সেই রেষারেষি যেন কিছুটা স্তিমিত। ইস্টবেঙ্গলের আইএসএল-এ না থাকাটা আদতে ফুটবলের ক্ষতি বলেই মনে করছেন বাগান কর্তারা।
মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু ও অর্থ-সচিব দেবাশিস দত্ত জানান, “আইএসএল-এ ইস্টবেঙ্গলের না থাকাটা ভারতীয় ফুটবলের জন্য দুর্ভাগ্যজনক। ইস্টবেঙ্গল ছাড়া মোহনবাগানের অস্তিত্ব সঙ্কটে।” এবারের মত আইএসএল-এর দরজা যে ইস্টবেঙ্গলের জন্য বন্ধ, সেটা ঠারে ঠরে মেনে নিচ্ছেন কট্টর লাল-হলুদ সমর্থকরাও।