সরকারের শুরুর থেকেই কেন্দ্র রাজ্য সংঘাত লেগেই আছে। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। কিন্তু কেন্দ্র-রাজ্যের সংঘাত বন্ধ হয়নি। সদ্য রাজ্যে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর দাবি কেন্দ্রের পাঠানো টাকা খরচ করতে পারছে না রাজ্য।
স্মৃতি ইরানি বলেছেন, ‘পশ্চিমবাংলায় ২০১৭- ১৮ থেকে আমার মন্ত্রকেরই ২৬ হাজার ৭৫১ লক্ষ টাকা পড়ে আছে। মহিলা ও শিশুদের জন্য মোদি সরকার যে টাকা পাঠাচ্ছে, তা কেন বাংলার সরকার খরচ করছে না। কিছুদিন আগেই কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। সেটিকে কটাক্ষ করে তৃণমূলের অভিযোগ বাজেটে পশ্চিমবঙ্গেকে বলার মতো কিছু দেওয়া হয়নি।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোবের দাবি এই প্রথম পশ্চিমবঙ্গের জন্য বিপুল অঙ্কের বরাদ্দ করা হয়েছে যা অতীতে কোনও দিন হয়নি। ২০২৩-২৪ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নের জন্য মোট বরাদ্দ করা হয়েছে ১১,৯৭০ কোটি টাকা। এছাড়া ১০০ দিনের প্রকল্পের টাকা-সহ বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় অনুদান কেন বন্ধ রয়েছে তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল। তার ফলে থমকে যাচ্ছে উন্নয়ন।
কেন্দ্রের দাবি রাজ্য সরকার ঠিকমতো হিসাব দিচ্ছে না বলেই টাকা আটকে রাখা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল সরকার। আর দিনের পর দিন এই নাটক দেখছে রাজ্য তথা গোটা দেশ। তাই কেন্দ্র-রাজ্যের সম্পর্ক কবে মসৃণ হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।