শিলিগুড়ির এনজেপি রেল স্টেশন সংস্কারের নাম করে রেলের কিছু আধিকারিক নিজেদের খুশি মতো কাজ করছেন। এমনটাই অভিযোগ তুলে এনজেপি স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো INTTUC এর নিউ জলপাইগুড়ি শাখা।
জানা গিয়েছে, শুক্রবার আরপিএফ অফিসাররা স্টেশনের পাশে থাকা অস্থায়ী দোকানগুলির সামনে ব্যারিকেড লাগিয়ে দেয়। যার ফলে সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখায় INTTUC নেতৃত্ব সহ কর্মীরা।
এই বিষয়ে আইএনটিটিইউসি এনজেপি শাখার সভাপতি সুজয় সরকার জানান, রেলওয়ে স্টেশন সংস্কার করার নাম করে নিজেদের খেয়াল খুশিমতো কাজ করছে রেলের কিছু কর্তা। আমরা উন্নয়নের পক্ষে। তবে ব্যবসায়ীদের কথাও রেলকে ভাবতে হবে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে রেলের সিদ্ধান্ত নেওয়া উচিত।