বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। বর্তমান সময়ে মানুষের জীবন অনেকাংশে ইন্টারনেট নির্ভর। তবে এবার রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের প্রধান সচিবের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হল, আগামী ২৭ মার্চ অবধি বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

গোষ্ঠী সংঘর্ষের জেরে বীরভূমের সাঁইথিয়া উত্তপ্ত হয়ে উঠতেই এই সিদ্ধান্ত নেওয়া হল। দোল উৎসবের দিন পাথর ছোড়া ঘিরে তেতে ওঠে বীরভূমের নানান এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে অশান্তির পরিবেশ তৈরি হয় পাঁচটি গ্রাম পঞ্চায়েতের নাম এলাকায়।

মাথপালসা গ্রাম পঞ্চায়েত, হাতোরা গ্রাম পঞ্চায়েত, হরিসারা গ্রাম পঞ্চায়েত, ফুলুর গ্রাম পঞ্চায়েত এবং দরিয়াপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। যার জেরে ওই এলাকাগুলিতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ঘটনার গুজব রুখতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।