একের পর এক অভিনব উদ্যোগ স্কুল কতৃপক্ষের তরফে। বিগত কয়েক বছরে রাজ্য জুড়ে অস্বাভাবিক মাত্রায় বেড়েছে স্কুল ছুটের সংখ্যা। এই স্কুলছুট কমাতে এবার এক অভিনব উদ্যোগ নিল বাংলারই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সব ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে এক দারুণ মানবিক উদ্যোগ নিল বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। মিড ডে মিলের খাওয়া ছাড়াও এই স্কুলের দিদিমণিরা তাঁদের স্কুলের ছেলেমেয়েদের জন্য প্রত্যেক মাসে জন্মদিন পালন করার উদ্যোগ নিয়েছেন।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন এবার স্কুল কর্তৃপক্ষই কচিকাঁচাদের জন্মদিন পালন করার দায়িত্ব নিয়েছে।
প্রত্যেক মাসেই প্রত্যেকের জন্মদিন পালন করা হবে স্কুলে, ফলে বাচ্চাদের স্কুলের প্রতি টান বাড়বে তেমনই কমবে স্কুল ছুটের সংখ্যা। স্কুলের শিক্ষক শিক্ষিকারা ঠিক করেছেন প্রত্যেক মাসে যত জন পড়ুয়ার জন্মদিন থাকবে তাদের সকলের জন্মদিন একসাথে পালন করা হবে ওই মাসের শেষ শনিবার।