জলপাইগুড়িতে পালিত হল ইন্দিরা গান্ধীর ৪০তম মৃত্যু বার্ষিকী

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪০ তম মৃত্যু বার্ষিকী পালন করা হলো জলপাইগুড়িতে।জলপাইগুড়ির শিরিষতলা এলাকার ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান‌ করে। শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেসের সদস্যরা।
জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত একটি এই অনুষ্ঠানে সমবেত হন কংগ্রেস নেতা কর্মীরা। ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, সহ সভাপতি তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা সুভাষ বক্সি প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি চন্দনকুমার ঘোষ। আজকের দিনে ভারতে ইন্দিরা গান্ধীর গুরুত্ব কতটা তা নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কমিটির সদস্যরা মাসকালাইবাড়ি এলাকায় দিনটি পালন করে ইন্দিরা গান্ধীর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন রাজীব ভবনে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন ও ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *