লেপচা ভাষা ও সংস্কৃতিকে অষ্টম তপসিলির অন্তর্ভুক্ত করার দাবি তুললো ইন্ডিজিনাস লেপচা ট্রাইবাল অ্যাসোসিয়েশন

লেপচা ভাষা ও সংস্কৃতিকে অষ্টম তপসিলির অন্তর্ভুক্ত করার দাবি তুললো ইন্ডিজিনাস লেপচা ট্রাইবাল এসোসিয়েশন। শনিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে সেই দাবি তুলে ধরে এদিন জনসভা করা হয়। জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। পাশাপাশি লেপচা উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন লেপচা সম্প্রদায় ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
সিকিমে লেপচা ভাষায় পঠনপাঠনের প্রক্রিয়া থাকলেও এরাজ্যে তা নেই। লেপচা ভাষায় পঠন পাঠন সহ সাংবিধানিক স্বীকৃতির দাবি তুলে ধরা হয়। লেপচা ভাষা ও সংস্কৃতির দাবিতে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামীতে দাবি আদায়ে কাজ করবে। ২০১৭ সাল থেকে এই দাবি উঠে আসলেও কেন্দ্রীয় সরকার এখনোও কর্ণপাত করেনি। রাজ্যসভায় লেপচা ভাষার স্বীকৃতির দাবিতে প্রশ্ন তুলে ছিলেন প্রাক্তণ সাংসদ শান্তা ছেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *