রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবেন। তার আগে বৃহস্পতিবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম বার অনুশীলন করতে নেমেছিল তারা। তবে সেখানে নীল ছেড়ে কমলা রঙের জার্সিতে দেখা যায় তাদের।
সকলেই জানি যে ক্রিকেটবিশ্বে ‘মেন ইন ব্লু’ হিসাবে পরিচিত ভারতীয় দল। মূল জার্সিই হোক কিংবা অনুশীলণের নীল রংটিই বজায় থাকতে দেখা যেত বারংবার।
তবে জানা গিয়েছে যে, ভারতে এখন প্রচণ্ড পরিমাণে গরম। পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে রোদের তেজ। আর কালো রং বেশি করে গরম টেনে নেয়। আর সেই কারণে কোন হালকা রং পড়লে অনেকটাই আরাম পাবেন তারা। তাই সেই জায়গায় তারা কমলা রং টাকে বেছে নিয়েছেন অনুশীলনের জন্য।