ভূমিকম্প বিধ্বস্ত নেপালের জন্য সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়ে দিলেন এই দুঃসময়ে তাঁদের পাশে আছে ভারত। শুক্রবার রাতে ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা বেড়ে দ্বারায় ১৫৪। মোদী সকালে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালকে ট্যাগ করে লেখেন, “ভূমিকম্প বিধ্বস্ত নেপালে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। সেখানে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ভীষণ ভাবে দুঃখিত।”
সবরকম ভাবে এই দুঃসময়ে বিপর্যস্ত নেপালের পাশে আছে ভারত। নেপালের মানুষকে সবরকম সহযোগিতা করার জন্য ভারত প্রস্তুত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”এই নিয়ে পুরো এক মাসে তিনবার কেঁপে উঠলো নেপাল। কম্পন অনুভূত হয় বাংলার একাধিক জেলাতেও।
নেপালের ভূমিকম্পের আঁচ পড়েছে পড়শি তিন দেশেও। চিন, বাংলাদেশের পাশাপাশি কম্পন অনুভূত হয় ভারতেও।কম্পন অনুভূত হয় কলকাতা, দিল্লি সহ উত্তরপ্রদেশ ও বিহারেও। তবে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নেপালে। ইতিমধ্যেই মৃত্যুমিছিল দেড়শোর গন্ডি পার করেছে।