ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের দাম্পত্য জীবনে কলহ

সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বৈবাহিক জীবনের কথা উল্লেখ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। ঋষির কথায়, তিনি যতটা পরিপাটি, স্ত্রীর নাকি ততটাই অগোছালো! জামা-কাপড় থেকে জুতো, ঘরে সবকিছুই থাকে ছড়ানো-ছিটানো!  ঋষির আরও দাবি, প্রকাশ্যে বৈবাহিক জীবনের সমস্যার কথা বলা মোটেই পছন্দ করে না তাঁর স্ত্রী অক্ষতা। কিন্তু সত্যি বলতে কখনও পিছিয়ে আসা উচিত নয়। কিন্তু সংসার করতে মুখ বুজে সব কিছু সহ্য করছেন তিনি। ঋষি-পত্নী অক্ষতা মূর্তির তরফে অবশ্য এখনও অবধি কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এমবিএ পড়ার সময় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অক্ষতার সঙ্গে আলাপ হয় ঋষির। সেই বন্ধুত্ব থেকে প্রেম, শেষে পরিণয়। ২০০৬ সালে ব্যাঙ্গালুরুতে বিয়ে হয় দু’জনের। দুই কন্যাসন্তানও রয়েছে তাদের। “মেয়েদের বড় হয়ে ওঠার সময় আমি ব্যবসা করতাম। ওই দিনগুলোতে আমার সময় জ্ঞান ছিল প্রচণ্ড। তাই মেয়েদের বড় হয়ে ওঠাটা দু’চোখ ভরে দেখতে পেরেছি। ছোটদের অসম্ভব ভাল আগে আমার। নির্বাচনী প্রচারে গিয়ে কোনও শিশুকে দেখলেই এগিয়ে দিতাম আমার হাত।” ব্রিটিশ সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ঋষি।

বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেও এর আগে স্ত্রীর বিপুল সম্পত্তির জেরে বিতর্কে জড়িয়েছিলেন ঋষি। তাঁর বিরুদ্ধে ইনফোসিসে অক্ষতা মূর্তির অংশীদারিত্ব থেকে প্রাপ্ত আয় বাবদ অর্থের উপর কর না দেওয়ার অভিযোগ ওঠে। সেই বিতর্ক কাটতে না কাটতেই এবার দাম্পত্য জীবন নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *