ভারতীয় ক্রিকেটারের ভাই প্রাণ হারালেন মাত্র ২৭ বছর বয়সে

প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার ভাই মৃত। গাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হল। ঋষভ পন্থের ২০২২ সালে গাড়ি দুর্ঘটনা হয়েছিল। তিনি সেখান থেকে ফিরে এসে আবার ক্রিকেট খেলছেন। কিন্তু রায়নার ভাইয়ের ভাগ্য সহায় ছিল না। তিনি এবং তাঁর এক বন্ধু দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান। বুধবার রায়নার ভাই সৌরভ কুমার এবং তাঁর বন্ধু শুভম স্কুটি করে গজ্ঞল বিমানবন্দরের কাছে একটি জায়গায় যাচ্ছিলেন। ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের কাঙরা জেলায়। তাঁদের স্কুটিতে একটি গাড়ি ধাক্কা মারে। সেই ধাক্কায় সৌরভ এবং শুভমের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। সেই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। সৌরভদের উদ্ধার করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ দেখা হয়। যে গাড়িটি ধাক্কা মেরেছিল তার চালককে গ্রেফতার করা হয়েছে। শের সিংহ নামের সেই চালককে মান্ডি থেকে গ্রেফতার করা হয়। ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রায়না। তাঁর ভাইয়ের মৃত্যুতে শোকাহত ক্রিকেটমহল। অনেকে রায়নাকে সমবেদনা জানিয়েছেন। রায়না ভারতের হয়ে ১৮টি টেস্ট, ২২৬টি এক দিনের ম্যাচ এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। ২০২০ সালে মহেন্দ্র সিংহ ধোনি অবসর ঘোষণা করার সঙ্গে সঙ্গে রায়নাও অবসর নিয়ে নিয়েছিলেন।