জি২০ প্রেসিডেন্সির দায়িত্ব নিল ভারত

আনুষ্ঠানিকভাবে জি২০’র প্রেসিডেন্সি গ্রহণ করল ভারত। বৃহস্পতিবার নতুন দিল্লির সুষমা স্বরাজ ভবনে আয়োজিত ইউনিভার্সিটি কানেক্ট প্রোগ্রামের আওতায় এক ‘জন ভাগীদারি’ অনুষ্ঠানের মাধ্যমে ভারতের জি২০ প্রেসিডেন্সির সূচনা করা হয়। এই অনুষ্ঠানে দেশের ৭৫টি বিশ্ববিদ্যালয়ের ১৫০০ জনেরও অধিক শিক্ষার্থী যোগ দিয়েছিলেন। ইউনিভার্সিটি কানেক্ট প্রোগ্রামে বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন ভারতের বিদেশ দফতরের মন্ত্রী ড. এস জয়শঙ্কর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি ড. পি কে মিশ্র।

ভারতের জি২০ প্রেসিডেন্সি বিষয়ে উপস্থিত শিক্ষার্থী ও উপাধ্যক্ষদের সামনে বক্তব্য রাখেন জি২০ শেরপা অমিতাভ কান্ত ও জি২০ চিফ কোঅর্ডিনেটর হর্ষবর্ধন শ্রিংলা। বিদেশ দফতরের মন্ত্রী এস জয়শঙ্কর ভারতের জি২০ প্রেসিডেন্সির গুরুত্ব বিষয়ে মূল্যবান আলোচনা করেন এই অনুষ্ঠানে।

উল্লেখ্য, ভারতের জি২০ প্রেসিডেন্সির সূচনা উপলক্ষে দেশজুড়ে অসংখ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নাগাল্যান্ডের কিসামা গ্রামে হর্নবিল ফেস্টিভ্যালে জি২০ ব্র্যান্ডের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এছাড়া, ওড়িশার চন্দ্রভাগা সমুদ্রতটে প্রখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক ভারতের জি২০ প্রেসিডেন্সির লোগো ও থিম বিষয়ক একটি বালুভাস্কর্য নির্মাণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *