বড় পদক্ষেপ নিল ভারত

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। দেশে এই ঘটনার অপারেশন সিঁদুরের মাধ্যমে। অপারেশন সিঁদুরের পর ফুঁসছে পাকিস্তান। সীমান্তে লাগাতার গোলাগুলি চলছে। এই আবহে বড় সিদ্ধান্ত নিল সরকার।

আগেই শোনা গিয়েছিল, পাকিস্তানকে নতুন করে ঋণ দেওয়ার বিরোধিতা করবে ভারত। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের বৈঠকে সেকথা সত্যি করেই তীব্র আপত্তি প্রকাশ করল নয়াদিল্লি। স্পষ্ট জানানো হয়েছে, পাকিস্তানকে নতুন করে ঋণ না দেওয়াই উচিত। নয়তো সেই অর্থও সীমান্তে নাশকতা বৃদ্ধির ক্ষেত্রে পাকিস্তান কাজে লাগাতে পারে বলে আশঙ্কা।

অর্থ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়ে আলোচনায় ভোট দান থেকে বিরত থেকেছে ভারত। পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবং ঋণের টাকা দিয়ে সন্ত্রাসবাদকে পুষ্ট করার আশঙ্কা থেকেই এই ঋণ না দেওয়ার বিষয়ে সরব হয়েছে ভারত।