সোমবার জোড়া ব্রোঞ্জ দিয়ে এশিয়ান গেমসে শুরু ভারতের

রবিবারের মতোই সোমবার এশিয়ান গেমসে ভাল ফল করতে চাইছে ভারত। শুরুটা হয়েছে জোড়া ব্রোঞ্জ দিয়ে। ৩০০০ মিটার স্পিট স্কেটিংয়ে পুরুষ ও মহিলাদের দল ব্রোঞ্জ পদক জিতেছে। এখনও সারা দিনের খেলা বাকি। রুপো ও সর্বোপরি সোনা জেতারও সুযোগ রয়েছে ভারতের।

দিনের প্রথম সোনা জেতে পুরুষদের দল। স্পিড স্কেটিংয়ের ফাইনালে তৃতীয় স্থানে শেষ করেন আরিয়ানপাল সিংহ ঘুমান, আনন্দকুমার ভেলকুমার, সিদ্ধান্ত কাম্বলে ও বিক্রম ইনগালে। ৩০০০ মিটার শেষ করতে তাঁরা সময় নেন ৪ মিনিট ১০.১২৮ সেকেন্ড। এই প্রতিযোগিতায় সোনা জিতেছে চাইনিজ তাইপেই। তারা সময় নিয়েছে ৪ মিনিট ০৫.৬৯২ সেকেন্ড। ৪ মিনিট ০৫.৭০২ সেকেন্ডে শেষ করে রুপো জিতেছে দক্ষিণ কোরিয়া।

পুরুষদের মতো মহিলাদের দলও খালি হাতে ফেরেনি। ব্রোঞ্জ জেতেন সঞ্জনা বাথুলা, কার্থিকা জগদীশ্বরণ, হিরাল সাধু ও আরাথি কস্তুরি রাজ। ৩০০০ মিটার শেষ করতে তাঁরা সময় নেন ৪ মিনিট ৩৪.৮৬১ সেকেন্ড। এই প্রতিযোগিতায় সোনা জিতেছে চাইনিজ তাইপেই। তারা সময় নিয়েছে ৪ মিনিট ১৯.৪৪৭ সেকেন্ড। ৪ মিনিট ২১.১৪৬ সেকেন্ডে শেষ করে রুপো জিতেছে দক্ষিণ কোরিয়া।

সোমবার ডিক্যাথলনে পদকের দৌড়ে রয়েছেন ভারতের তেজস্বিন শঙ্কর। সোনা জেতার দাবিদার বাংলার দুই মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। টেবল টেনিসের সেমিফাইনাল খেলতে নামবেন তাঁরা। পদক আগেই নিশ্চিত করে ফেলেছেন। কিন্তু সোনা জেতার লক্ষ্যেই নামবেন দুই ভারতীয় খেলোয়াড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *