খেলার শুরুতে ভালোই ফল পেল ভারত

বিগত দেড় বছরের বেশি সময় ধরে করোনার করাল গ্রাসের মুখে পড়েছে গোটা বিশ্ব। এই তান্ডবে বাতিল হয়েছে গত বছরের অলিম্পিক গেমস। এরপর চলতি বছরে অবশেষে শুরু হলো এই বছরের অলিম্পিক গেমস। গতকাল শনিবার সরকারিভাবে অলিম্পিক গেমসের প্রথম দিন। শুরু হয়েছে টোকিও অলিম্পিক গেমস। আর প্রথম দিনই ভারতীয় ক্রীড়াবিদদের পারফরম্যান্স ভালো। পাশাপাশি মন্দ হলেও ভালোর সংখ্যা বেশি। অলিম্পিক্সে পদকের আশা বাড়ালেন শুটার সৌরভ চৌধরি। ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে উঠলেন তিনি। শুধু তাই নয় যোগ্যতা অর্জন পর্বে প্রথম হলেন সৌরভ। যোগ্যতা অর্জন পর্বে ৫৮৬ পয়েন্ট নিয়ে প্রথম হলেন সৌরভ।

তবে সৌরভ পারলেও যোগ্যতা অর্জন করতে পারলেন না অভিষেক। ১৭ নম্বর স্থানে শেষ করেন তিনি। অন্যদিকে সকালে তিরন্দাজিতে দীপিকা কুমারী কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন। প্রবীণ কুমারকে সঙ্গী করে দীপিকা তিরন্দাজির মিক্সড ইভেন্টের কোর্টায়ারে পৌঁছন। তার পর ভারতের পুরুষ হকি দল নিউ জিল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে। ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠতে পারেননি অপূর্বী, এলাভেনিল। বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে থাকা এলাভেনিলের থেকে পদকের আশা ছিল ভারতের। কিন্তু ফাইনালেই উঠতে পারলেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *