বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ চলছিল ভারত ও চিনের মধ্যে। দেশ রক্ষায় শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। সেই ঘটনার রেশ এবং পরবর্তী স্থিতি এখনও পুরোপুরো স্বাভাবিক হয়নি। এরই মধ্যে ফের একবার সীমান্তে ভারত-চিন সংঘর্ষ হয়েছে। খবর অনুযায়ী, গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে এই ঘটনা ঘটেছে।
গত ৯ তারিখ অরুণাচল প্রদেশের তাওয়াঙের ইয়াংটসেতে দুই দেশের সেনার সংঘর্ষ ঘটেছে এবং তাতে একাধিক ভারতীয় সেনা আহত হয়েছে। গালওয়ান ঘটনার পর এই প্রথম সেই একই রকম ঘটনা ঘটেছে বলে জানান হয়েছে। একাধিক সূত্র মারফৎ জানা গিয়েছে যে, এই সংঘর্ষে চিনা সেনার আহত হওয়ার সংখ্যা ভারতের তুলনায় অনেক বেশি। যদিও সরকারি ভাবে ভারতীয় সেনার তরফে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
জানা গিয়েছে, ভারতীয় সেনার মধ্যে একাধিকজনের পায়ে চোট লেগেছে এবং তাঁদের গুয়াহাটির হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংঘর্ষের সময়ে চিনের তরফে প্রায় ৬০০ জন জওয়ান সেখানে উপস্থিত ছিল বলেও খবর। ২০২১ সালের অক্টোবর মাসেই এই এলাকায় উত্তাপ ছড়িয়েছিল ভারত এবং চিনের সেনার মধ্যে।