মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন তাদের বসার জন্য যেন আরেকটি ঘর তৈরি করে দেওয়া হয়।আইনজীবীদের আবেদনে সাড়া দিয়ে নতুন ঘর তৈরির আশ্বাস দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।সেই আশ্বাস মতো আজ পুজো করে নারকেল ফাটিয়ে বুধবার বিকেল ৪টা নাগাদ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অর্থানুকুল্যে ও তত্তাবধনে কোচবিহার বার অ্যাসোসিয়েশনের নতুন বিল্ডিংয়ের কাজের উদ্বোধন হলো।জানা গেছে আপাতত কোচবিহার বার অ্যাসোসিয়েশনে সদস্যের সংখ্যা তিনশোর বেশি।জানা গেছে বার অ্যাসোসিয়েশনের বিল্ডিংয়ের ঘরের পাশে ফাঁকা জায়গায় যেখানে আপাতত সাইকেল বাইক স্ট্যান্ড আছে সেখানেই তৈরি হবে দ্বিতল বিল্ডিং।মন্ত্রী উদয়ন গুহ অন্য কাজের জন্য এই অনুষ্ঠানে যোগ দিতে পারেনি।তবে এই নতুন কক্ষের উদ্বোধন নিয়ে এই বিষয়ে বার আসেসিয়াসনের সদস্য আব্দুল জলিল আহমেদ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই বিল্ডিং তৈরির কাজ শুরু হতে চলেছে,উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যে অর্থ বরাদ্দ করেছে তাতে নতুন দ্বিতলঘর তৈরি হবে৷ এতে বার অ্যাসোসিয়েশনে আইনজীবীদের বসার সমস্যার থাকল না।উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর প্রায় ৪৪ লক্ষ টাকা এব্যাপারে বরাদ্দ করেছে বলে জানা গেছে।