আশঙ্কার পরিস্থিতিতে খুশির খবর, বাজারে আসতে চলেছে ডেঙ্গির টিকা

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এরই মধ্যে আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু। ডেঙ্গুর বাড়বাড়ন্ত স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে। এই আবহের মধ্যেই আশার খবর। দেশে ডেঙ্গির ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালের অনুমতি পেয়েছে এক সংস্থা।

অনুমান করা হচ্ছে, আগামী দু’বছরের মধ্য এই টিকা বাজারে চলে আসবে। শেষ পাওয়া তথ্য বলছে, শুধু বাংলায় গত কয়েক ঘণ্টায় নতুন করে ৫৩৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৪৮৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও স্বাস্থ্য ভবন সূত্রে খবর। একাধিক রাজ্যেও এই রোগের বাড়বাড়ন্ত দেখা দিয়েছে। তাই ভ্যাকসিনের খবর যে খুশির বার্তা দিচ্ছে তা বলাই বাহুল্য।

জানা গিয়েছে, দেশের একটি শীর্ষ স্থানীয় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ‘ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড’ ডেঙ্গির ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালের অনুমতি পেয়েছে। আমেরিকার ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ’-এর সহযোগিতায় এই টিকা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে শেষ হয়েছে পশুদের ওপর পরীক্ষা। এখন শুরু হতে চলেছে মানব ট্রায়াল।

আরও খবর পাওয়া গিয়েছে, এই সংস্থা ছাড়াও আরও দুটি সংস্থা ডেঙ্গির টিকার ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি পেয়েছে। তবে কোন টিকা ভারতে সবথেকে আগে ব্যবহৃত হতে পারে সেটা এখন থেকে বলা যাচ্ছে না। কিন্তু সে সংস্থার টিকাই আসুক না কেন, মানুষের পক্ষে তা যে স্বস্তির হবে সে কথা হলফ করে বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *