ক্রীড়াজগতে নক্ষত্রপতন। শোকের ছায়া নেমে এলো ক্রিকেট জগতে। ভারতীয় ক্রিকেটর জন্য মঙ্গলবার সকাল সকালই অত্যন্ত খারাপ খবর এলো৷ থমকে গেলো কিংবদন্তির জীবন ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা। ভারতীয় ক্রিকেটের ‘ক্রাইসিস ম্যান’ যশপাল শর্মা ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। দলের হয়ে তিরাশির বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ২৪০ রান করেছিলেন তিনি। গড় ছিল ৩৪.২৮। ভারতের প্রথম বিশ্বজয়ী দলের সদস্য প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা। বেশ কিছুদিন কাজ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবেও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। যশপাল শর্মার মৃত্যুর খবর পেয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবও নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। ১৯৫৪ সালের ১১ অগাস্ট পঞ্জাবের লুধিয়ানায় জন্ম হয় যশপালের। সাত ও আটের দশকে ভারতীয় দলের মিডল অর্ডারের ভরসা ছিলেন এই ব্যাটসম্যান।
ভারতের হয়ে ৩৭টি টেস্ট খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে দুটি শতরান সহ ১৬০৬ রান করেছেন তিনি। ন’টি অর্ধ-শতরান রয়েছে যশপালের। একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭৮ সালে অভিষেক করেন তিনি। একদিনের ক্রিকেটে ৮৮৩ রান করেছেন যশপাল। তাঁর প্রয়াণে শোকের ছায়া ক্রিকেট মহলে।